• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

গ্যারেজে বসে ইফতারকালে ব্যাটারির পানি পান, হাসপাতালে ৪

আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২৪, ০২:১১
কক্সবাজার সদর হাসপাতাল
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় তৃষ্ণা মেটাতে গিয়ে ভুলবশত ব্যাটারির পানি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন ব্যক্তি। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি ওই চার ব্যক্তির নাম নুরুল বশর (৪০), নুরুল হাকিম (১৮), ইসহাক আহমেদ (৬২) ও আব্দুল কাদের (৩৮) বলে জানা গেছে।

অসুস্থদের মধ্যে আশঙ্কামুক্ত ইসহাক আহমেদ জানান, তারা চারজন এলাকার একটি গ্যারেজে বসে ইফতার করছিলেন। ভুলবশত পানি মনে করে প্রথমে নুরুল বশর, নুরুল হাকিম ও আব্দুল কাদের ব্যাটারির পানি খেয়ে ফেলে। পরে নিজে সামান্য খেয়ে দেখলে বুঝতে পারেন সেটা ব্যাটারির পানি।

নুরুল হাকিমের ভাই নুরুল আবছার জানান, ব্যাটারি পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে এরপর যোগাযোগ করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানকার আরএমও ডাঃ আশিকুর রহমান জানান, অসুস্থ ব্যক্তিদের ইতোমধ্যে ভর্তি করা হয়েছে। যে দুইজন বেশি ব্যাটারির পানি খেয়ে ফেলেছে তাদের অবস্থা একটু বেশি খারাপ। বর্তমানে চারজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
X
Fresh