• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

বাবা হত্যার আসামি সেই ছেলের প্রাণ গেল সড়কে

আরটিভি নিউজ

  ১৩ মার্চ ২০২৪, ১০:৪৫
থানা
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে নাঈম ফকির (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে শুরুর অংশে এ ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কিবরিয়া ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাঈম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী জানান, নিহত নাঈম ২০২২ সালে তার বাবা কিবরিয়া ফকিরকে খুন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জামিনে বেরিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিষ্ঠ হয়ে থানায় জিডি করলেন বুবলী
রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিমি
বাস-প্রাইভেট কারের সর্বোচ্চ গতি ৮০, শহরে মোটরসাইকেল-থ্রি হুইলার ৩০
সকালে মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় নিহত তরুণ
X
Fresh