• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২৪, ১২:৪৪
বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন
ছবি : আরটিভি

নড়াইলে ৪৩ তম বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আর রানার আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১০ মার্চ) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আয়ুব খান বুলু, সহসাধারণ সম্পাদক কৃষপদ দাস প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ২৩টি জেলা ও ৫টি সার্ভিসেস দলসহ মোট ২৮টি দলের ২১৮ জন খেলোয়াড় পুরুষ গ্রুপে ১০টি ইভেন্টে ও মহিলা গ্রুপে ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে। গত ৮ মার্চে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৩ দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
X
Fresh