• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

একটি পোস্টার ঘিরে ময়মনসিংহে আতঙ্ক

আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ০৫:৪১
একটি পোস্টার ঘিরে ময়মনসিংহে আতঙ্ক
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এতদিন মাঠ গরম করে রেখেছেন প্রার্থীরা।

শনিবার (৯ মার্চ) ভোটের মাধ্যমে মাঠের এ লড়াইয়ের অবসান হতে যাচ্ছে। এরই মাঝে শহরের বিভিন্ন জায়গাতে বেনামে সাঁটানো পোস্টার নিয়ে এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে।

নির্বাচন অনুষ্ঠানের ঠিক দুদিন আগে এমন পোস্টার কে বা কারা টানালো তা নিয়ে নগরজুড়ে চলছে নানা আলোচনা। স্বাধীনতা যুদ্ধ চলাকলে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে চিত্রশিল্পী কামরুল হাসানের আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটির আদলে ময়মনসিংহ নগরীতে সাঁটানো হয়েছে পোস্টারটি।

তবে পোস্টারে একটি নতুন কথা যুক্ত করা হয়েছে, ‘এই রক্তখেকো জানোয়ারদের হত্যা করতে হবে’।

কাকে উদ্দেশ্য করে কারা এ পোস্টার সাঁটিয়েছে এ প্রশ্ন এখন সবার মুখে।

পোস্টার দেখে স্থানীয় কয়েকজন বলেন, সিটি নির্বাচনকে ঘিরে আতঙ্ক তৈরি করতে সাঁটানো হয়েছে এই পোস্টার। তবে এ ধরনের লেখা সম্বলিত পোস্টার দেখলে যে কেউ আঁতকে উঠবেন।

পুলিশ বলছে, যারা পোস্টার সাঁটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কারা কী উদ্দেশ্যে এসব পোস্টার সাঁটিয়েছেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন থেকে হজের প্রথম ফ্লাইট
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
X
Fresh