• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে তুলার দোকানে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মার্চ ২০২৪, ২৩:৫১
ময়মনসিংহে তুলার দোকানে আগুন
ছবি : আরটিভি

ময়মনসিংহ নগরে দুটি তুলার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশন এলাকার মহারাজা রোডে মেসার্স আল মদিনা ম্যাট্রেস ও কামাল ম্যাট্রেস নামক দোকানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে লেপ, তোষক ও বালিশ তৈরি করে বিক্রি করা হতো। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন থেকে হজের প্রথম ফ্লাইট
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলেন বঙ্গবন্ধু: ধর্মমন্ত্রী
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
X
Fresh