• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিশু গর্ভবতী হওয়ার ঘটনায় বৃদ্ধের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২৪, ১৯:৫৯
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের কাজিপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহরাব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহরাব আলী কাজীপুর উপজেলার কিনারবেড় গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল হামিদ লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১২ সালের ৬ নভেম্বর বিভিন্ন সময় আসামী সোহরাব আলী শিশুকে (১৫) জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। যার ফলে শিশুটি ২৬ সপ্তাহের গর্ভবতী হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলে তিনি স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ সোহরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
X
Fresh