• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ০৯:৫৯
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৬ বছর বয়সী মো. আফনান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার শহীদ সালাউদ্দিন সেনানিবাস-সংলগ্ন ঝড়কা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনান উপজেলায় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের কর্মরত করপোরাল জাহিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, করপোরাল জাহিদুল ইসলামের জমজ ছেলে শিশু আফনান এবং আবিব ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ঘাটাইল থেকে ছেড়ে আসা কুশারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে পাঠায়। গুরুতর আহত জমজ শিশুদের মধ্যে আফনান সন্ধ্যা সাড়ে ৬টায় ঘাটাইল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কা মুক্ত বলে ঘাটাইল সিএমএইচে সূত্রে জানা গেছে।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলে বৃষ্টির জন্য হাজারও মানুষের নামাজ আদায়
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
X
Fresh