• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে নকলের দায়ে ৮ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ২৩:৪৬
টাঙ্গাইলে নকলের দায়ে ৮ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার
ছবি : সংগৃহীত

পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় টাঙ্গাইলের ঘাটাইলে ৮ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে গোপীনপুর ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাসের নজরে আসে বিষয়টি।

এরপরে তিনি ওই ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেন। বহিষ্কৃত ওই শিক্ষার্থী উপজেলার শহর গোপীনপুর ফাজিল মাদরাসার শিক্ষার্থী।

সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস মুঠোফোনে জানান, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার সময় সন্দেহ হলে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করে নকল পাওয়ার অপরাধে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, পরীক্ষা চলার সময় পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব অবহেলা করলে আর তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি
পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
X
Fresh