• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ০৬:৪০
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামিনুর রহমান (৪০) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন।

সোমবার (৪ মার্চ) ইসলামি ডিগ্রি কলেজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত জামিনুর রহমান ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় পচারহাট উচ্চ বিদ্যালের শিক্ষক। আহত পুলিশ সদস্য পচারহাট এলাকার বাসিন্দা মিস্টার আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক ও পুলিশ সদস্য মামলার হাজিরার জন্য মোটরসাইকেলযোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মিস্টার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি দেবাশীষ রায়।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের বাম পা ভেঙে গেছে ও একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২
বাবার দাফনে ছেলের বাধা
X
Fresh