• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কুড়িয়ে পাওয়া আইফোন ফিরিয়ে দিলেন দিনমজুর

আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২৪, ০৪:২৪
ছবি : সংগৃহীত

পাবনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া দামি আইফোন প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন দিনমজুর রিয়াজ সরদার (৫৫)। তার এমন সততা প্রশংসিত হয়েছে এলাকায়।

শনিবার (২ মার্চ) বিকেলে জেলার ঈশ্বরদী উপজেলার বাঘইল ভাঙচুর মোড়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষার্থী নাফিস ইলতিমাস অহিন (২২) সকালে মোটরসাইকেলে ঈশ্বরদী স্টেডিয়াম সড়ক দিয়ে রুপপুর যাওয়ার সময় প্যান্টের পকেট থেকে শখের আইফোন-১১ পড়ে যায়। অহিন পরে অনেক খোঁজাখুঁজির পর ফোনটি না পেয়ে তার হারিয়ে যাওয়া ফোন নম্বরে কল দেন। অন্যদিকে দিনমজুর রিয়াজ সরদার নামে ব্যক্তি জানান ফোনটি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন।

রিয়াজ সরদার জানান, তিনি রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় উমিরপুর মতি সড়কের কাছে রাস্তার পাশে মোবাইলটি পড়ে থাকতে দেখে তা তুলে নেন। প্রকৃত মালিকের সন্ধান পেলে ফেরত দেবেন বলে সিদ্ধান্ত নেন এবং বিকেলে তা ফেরত দেন। প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনটি ফেরত দিতে পেরে তিনি খুশি।

মোবাইল ফোনটির মালিক নাফিস ইলতিমাস অহিন বলেন, খুব শখের ফোনটি হারিয়ে যাওয়ায় মনটা খুব খারাপ হয়েছিল। ওই ব্যক্তি ফোনটি আমাকে ফেরত দিয়েছে। এমন সৎ মানুষ আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
অটোরিকশা-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২
X
Fresh