• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

লাশবাহী প্রাইভেটকার খাদে, পুলিশসহ আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২৪, ১৬:১৬
লাশবাহী প্রাইভেটকার খাদে, পুলিশসহ আহত ৭
ছবি : আরটিভি

ঝালকাঠিতে সড়কে থেমে থাকা কাভার্ডভ্যান অতিক্রমকালে সবজির ভ্যানের সঙ্গে লাশবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) দুপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে এক মৃত নবজাতক শিশুকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিলেন স্বজনরা। ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় আসলে সড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা সবজি বহনকারী একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানগাড়িটি ছিটকে যায় এবং প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একটি বাড়ির সীমানা প্রাচীরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য আমিনুল ইসলাম এবং দুটি গাড়ির চালক ও যাত্রীসহ আহত হন ৭ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকারটি উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাভার্ডভ্যানসহ তার চালককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
X
Fresh