• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কারাগারে অ্যান্ড্রয়েড ফোন, কারারক্ষী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২৪, ১১:২১
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর পূর্ব টাওয়ারে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার অপরাধে এক কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তিনি কারাভ্যন্তরে বন্দির নিকট ওই ফোন হস্তান্তরের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে জানা যায়।

শুক্রবার (১ মার্চ) দুপুরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ। বরখাস্তকৃত কারারক্ষী হলেন, মো. মাহফুজ হাসান ওরফে রনি।

কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর পূর্ব টাওয়ারে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি পালন করেন মাহফুজ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান কারাভ্যন্তরে কোনো একজন বন্দির সাথে পূর্ব হতে যোগাযোগ থাকায় তাকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেয়ার জন্য নিয়ে আসে। পরে কারারক্ষী গাজীউর রহমান অন্যদের সহযোগিতায় ওই টাওয়ারে তল্লাশি চালায়। সেখানে কর্তব্যরত কারারক্ষীর দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ইউএসবি চার্জার ক্যাবল উদ্ধার করে।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর সুপার আমিরুল ইসলাম জানান, মোবাইল কারাভ্যন্তরে বন্দির নিকট হস্তান্তরের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh