• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ক্যান্সার কর্নারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪
ছবি : আরটিভি

নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যান্সার কর্নার নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নো-ক্যান্সার পেশেন্ট হেল্প সেন্টার ও ইম্প্রেশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। নো-ক্যান্সার পেশেন্ট হেল্প সেন্টারের প্রতিষ্ঠাতা সাকিল রাব্বানীর নেতৃত্বে মানববন্ধনে কৃষক, ছাত্র, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী এবং সাধারণ জনসাধারণ অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, মরণঘাতী ক্যান্সার রোগের যদি প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হয় তাহলে রোগীরা তাদের রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা পাবে। পত্নীতলা উপজেলায় প্রাথমিক এবং শনাক্তকারী মোট ১ হাজার ৭৬০ জন ক্যান্সার রোগী রয়েছে।

রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলায় ক্যান্সার কর্নার নির্মাণ হলে প্রাথমিকভাবে তারা উপকৃত হবে। তাই ক্যান্সার চিকিৎসাসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ক্যান্সার কর্নার নির্মাণ করার জোর দাবি জানান জনসাধারণ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আদিবাসী নেতা নরেন পাহান, কৃষক নেতা মোখলেসুর রহমান, সংগঠনের সদস্য রাশেদ রানাসহ ভুক্তভোগী ক্যান্সার রোগী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh