• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ 

নেত্রকোণা প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ও পদক তুলে দিয়েছেন।

দক্ষতার সঙ্গে দায়িত্বপালনসহ মানুষের জানমালের নিরাপত্তায় লোভ-লালসার উর্ধে থেকে সত্যিকারার্থেই দায়িত্ব পালন করায় যে কয়েকজনকে পদক প্রদান করা হয়েছে তাদের মধ্যে ফয়েজ আহমেদ অন্যতম। নেত্রকোণায় ফয়েজ আহমেদের যোগদানের সময় খুব বেশি নয় কিন্তু তার অর্জন অনেক।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে একটি হচ্ছে নেত্রকোণা। হাওরাঞ্চল খ্যাত ভারত সীমান্তবর্তী এলাকা শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি নেত্রকোণা জেলায় রয়েছে দশটি থানা। দশ থানা নিয়ে গঠিত নেত্রকোণা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ।

জেলায় যোগদানের পর থেকে ফয়েজ আহমেদ পুলিশের প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেত্রকোণা পুলিশকে শ্রেষ্ঠত্বের মুকুট এর আগেও পড়াতে পেরেছেন। অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপারও নির্বাচিত হয়েছেন ফয়েজ আহমেদ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফিরল না লিয়ন
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
X
Fresh