• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি : সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, গতকাল সোমবার পবিত্র শবে বরাত উপলক্ষে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিলো। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। আমরা বৈধ পাসপোর্ট যাত্রীদের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাতায়াতের জন্য সহযোগিতা করছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
X
Fresh