• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরের মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯
চাঁদপুরের মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক
ছবি : আরটিভি

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জালে জাটকা ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫ জেলের প্রত্যেককে ৪ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত হাইমচর উপজেলার উপজেলা টাস্কফোর্সের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক’ প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কম্বিং অপারেশন চতুর্থ ধাপের চতুর্থ দিনে হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২ ইঞ্জিন বিশিষ্ট দুটি কাঠের নৌকা এবং ১৫ জেলাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ফয়সাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কনটিনজেন্ট।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
মেঘনায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চ বিকল
‘ঈদে দুই সিনেমায় কাজ করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত’
মেঘনায় বাল্কহেডে অভিযান, ৪ সুকানি আটক
X
Fresh