• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২
ছবি : আরটিভি

১২ বছর মামলা চলার পর নড়াইলে একটি মাদক মামলায় তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ২৮ ডিসেম্বর মাসে দুপুরে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ীর উত্তর পাশে রাস্তার ওপর মাদক দ্রব্য উদ্ধার অভিযান কালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারি তরিকুলকে তার দুই হাতে দুইটি ব্যাগ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পেড়লী ক্যাম্প পুলিশ আটক করে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলা ৫ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh