• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে ছুরিকাঘাতে যাত্রী নিহত, অভিযানে ১৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২
ট্রেনে ছুরিকাঘাতে যাত্রী নিহত, অভিযানে ১৮ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ রেলস্টেশনে গোপাল পাল নামে এক ট্রেনযাত্রী ছুরিকাঘাতে নিহত হওয়ার পর ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মন্টু মিয়া, মো. জয়নাল, গোবিন্দ চন্দ্র দাস, মো. রবিন মিয়া, মো. জসিম উদ্দিন, মো. হানিফ মিয়া, মো. সোহাগ মিয়া, জুয়েল মিয়া, সাইফুল ইসলাম, আকাশ, আরিফ হোসেন, মো. আপেল, মো. রিপন মিয়া, আশিকুর রহমান মনি, আশিকুর রহমান রুমান, মো. মামুন ও মো. রানা মিয়া। তারা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও সবাই পাঁচ থেকে ১০ মামলার আসামি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. ফারুক হোসেন বলেন, স্টেশনে ট্রেনযাত্রী নিহত হওয়ার পর পুলিশ সুপাশের নির্দেশে গোয়েন্দা চারটি টিম অভিযান নামে। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. ফারুক বলেন, এই ১৮ জনের কেউই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি। মূল আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে দাঁড়ায়। এ সময় গোপাল পাল নামে এক যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনের অপর প্রান্তে পরিত্যক্ত বগির পেছনে প্রস্রাব করতে যান। সেখানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত 
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপভ্যান চাপায় অটোরিকশা যাত্রী নিহত
X
Fresh