• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসিক কাউন্সিলর হলেন ফরহাদ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৮
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলমসহ দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। পরে ফরহাদ আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসবাল হোসেনের প্রার্থীতা অবৈধ ঘোষণা হয়। পরে ওই প্রার্থী আর আপীল আবেদন করেনি। ফলে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১১ নম্বর ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম।

এ বিষয়ে ফরহাদ আলম বলেন, এনিয়ে আমি টানা তিনবার কমিশনার ও কাউন্সিলর নির্বাচিত হয়েছি। বিগত দুইবার ভোটে হলেও এবার বিনাপ্রতিন্দ্বন্দ্বীতায় হয়েছি। তবে ভোট হলে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ থাকে। কিন্তু নির্বাচন না হওয়ায় এবার নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছি না। তবে এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পাশে থাকার জন্য। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করতে চাই।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ৯ মার্চ
X
Fresh