• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না জিয়াউর রহমানের

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২
শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না জিয়াউর রহমানের
ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে জিয়াউর রহমান (৩৬) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলা সদরের শহীর মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে খুন হন তিনি।

নিহত জিয়াউর তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মহির আলি মণ্ডলের ছেলে।

আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান

তিনি গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীর চাচাতো ভাই। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে তানোর উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান জিয়াউর। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে গভীর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গ্রামের পাকা রাস্তার পাশে তার মরদেহ পড়ে ছিল। মরদেহের পাশেই পড়ে ছিল তার মোটরসাইকেলটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের গোদাগাড়ী সার্কেলের এএসপি সোহেল রানা।

তিনি জানান, রাত ২টার দিকে খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জিয়াউর রহমানের শরীরের সামনে পেছনে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় যে আঘাত সেটি মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা
বুয়েট প্রশাসনকে এবার ছাত্রলীগের আল্টিমেটাম
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
আজ বাদ জোহর সাদি মহম্মদের জানাজা
X
Fresh