• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

একুশের ভোরে চিরবিদায় নিলেন কবি শামছুদ্দিনের ছেলে

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২২
একুশের ভোরে চিরবিদায় নিলেন কবি শামছুদ্দিনের ছেলে
কবি শেখ শামছুদ্দিনের বড় ছেলে দেলোয়ার হোসেন খোকন। ছবি : আরটিভি

‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’- মর্মস্পর্শী এ গানের রচয়িতা বাগেরহাটের চারণ কবি শেখ শামছুদ্দিনের বড় ছেলে দেলোয়ার হোসেন খোকন (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে পৈত্রিক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কিছুদিন ধরেই দেলোয়ার হোসেন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তান ও এক ভাই রেখে গেছেন। বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বাবার স্বীকৃতি না পাওয়ার বেদনা আর অভিমান নিয়েই একুশের ভোরে কবি পুত্রের এ প্রস্থান বলছেন তার পরিবারের সদস্যরা।

দেলোয়ার হোসেনের পরিবার বলছে, ভাষা আন্দোলনের ৭২ বছরেও চারণ কবি শেখ শামছুদ্দিন রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় এক বুক অভিমান নিয়েই বিদায় নিয়েছেন কবিপুত্র।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পাক সেনাদের নির্বিচার গুলিতে ছাত্র নিহত হওয়ার খবর বাগেরহাটে পৌঁছার পর ওই রাতেই কবি শামছুদ্দিন ‘ভাষা আন্দোলন’ নিয়ে গান রচনা করেন। পরদিন সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক মাঠে (বর্তমান এসি লাহা মিলনায়তন) এক আবেগঘন প্রতিবাদ সমাবেশে কবি শামছুদ্দিন স্বরচিত ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’ লেখা গানটি নিজ কণ্ঠে গেয়েছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh