• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

৭ টাকায় ব্যাগ ভর্তি সবজি

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪১
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরিব ও অসচ্ছল মানুষের মাঝে ৭ টাকায় ব্যাগ-ভর্তি সবজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

জেলার সদর উপজেলা, ফুলবাড়ী উপজেলা ও রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই ৭ টাকার সবজি বিক্রির কার্যক্রম চলতে থাকবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান।

কর্মসূচির উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এক কেজি সিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালং শাক এবং একটি করে মুরগীর ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজারমূল্য তিন থেকে সাড়ে ৩ শত টাকার বেশি হলেও এসব মানুষেরা পেয়েছেন মাত্র ৭ টাকায়।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।

এদিকে, ৭ টাকার বাজারে সবজি কিনতে আসা উপজেলার পাঠানটারী গ্রামের রানী আক্তার জানান, এত দাম এখন বাজারে। জিনিসপত্র কিনতে পারছি না। আমার স্বামী একজন কৃষক। জিনিসপত্রের দাম বাড়ায় কৃষক স্বামীর পক্ষে একসঙ্গে এত বাজার করা অসম্ভব। মাত্র ৭ টাকায় তিনশত টাকার কাচা বাজার ফুলের দেয়া বাজার থেকে পেলাম। পরিবারে চারজন সদস্য নিয়ে এই বাজার দিয়ে পাঁচদিন নিশ্চিন্তে খেতে পারর।

তিনি আরও বলেন, ফুল সংগঠন রিলিফ দেয় নাই, তারা কম দামে বিক্রি করলো আর হামরা কিনি নিলাম। কমদামে এত বাজার পেয়ে আমার খুব উপকার হইল।

উপজেলার সাতচন্দ্রখানা গ্রামের রিনা রানী বলেন, হামার স্বামীর কোন আবাদী জমা জমি নাই, হাতের কামাই দিয়ে কোন রকমে চাল কিনে ভাত খাই। বাজারে সবজির দাম চড়া, ভালমন্দ সবজি, মাছ, ডিম খামো, তার সামর্থ্য নাই। আজ ৭ টাকা দিয়ে এক কেজি সিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালং শাক এবং একটি ডিম কিনেছি। আমার ছাওয়াটা ডিম পায়া খুব খুশি হইছে বলেও তিনি জানান।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, বেসরকারি সংগঠন ফুল এর অর্থায়নে উপজেলার অভাবী মানুষের মাঝে মাত্র ৭ টাকায় ব্যাগ-ভর্তি বাজার করার সুযোগ পেলো। ফুল সংগঠন ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরীব মানুষের বাজারের সুযোগ দিয়েছে। ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

‘ফুল’ সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে এ সংগঠন গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেরিয়ে এসে সম্মানের সঙ্গে বাঁচবার জন্য ৭ টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
X
Fresh