• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো তিন্নি

আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪
ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় দিয়েছে হুমায়রা আক্তার তিন্নি নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে রোববার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন পরীক্ষার্থীর বাবা। এদিন রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিন্নি দশগাঁও গ্রামের স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা আবদুল ওহাব রতনের মেয়ে। তিনি উপজেলার রাজবাড়ী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া গণমাধ্যমকে বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্ত্বনা দিই। তার যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি খেয়াল রাখছি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
X
Fresh