• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা!

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১
শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা!
ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব মো. মুনায়েম।

তিনি বলেন, কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা দিচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ে আসন সংকট থাকায় শামিয়ানা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি একটি আবেদন দিতে বলেছেন। আমরা আজকেই আবেদন করব।

যদিও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আমাদেরকে না জানিয়ে শামিয়ানা টানিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর ওই পরীক্ষাকেন্দ্রের পাশে একটি বালিকা উচ্চবিদ্যালয়ে রয়েছে, সেখানে পরীক্ষা নেওয়ার কথা বলেছি।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বলেন, একই বিদ্যালয়ের শিক্ষার্থী একই বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম নেই। আর শামিয়ানার বিষয়টি আমি জানি না।

উল্লেখ্য, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে চারটি বিদ্যালয়ের ৭০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২০ জন পরীক্ষার্থী রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
স্ত্রীকে নকল সরবরাহ, স্বামীর ২ বছরের কারাদণ্ড
X
Fresh