• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘বাবার আদর্শ ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই’

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭
ব্যারিস্টার উম্মে ফারজানা
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার উম্মে ফারজানামনোনয়ন পেয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, আমার বাবা দল গণমানুষের জন্য জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন তার আদর্শ ধরে দেশের স্বার্থে মানুষের জন্য কাজ করতে চাই

সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ থেকে এমপির মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এসব কথা বলেন উম্মে ফারজানা তিনি ময়মনসিংহ- আসনের সাবেক এমপি আব্দুস সাত্তারের মেয়ে

মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতার কথা উল্লেখ করে উম্মে ফারজানা বলেন, আমার বাবা দলের জন্য কয়েকবার ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী বাবার প্রতি সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন

বাবার আদর্শকে ধরে রেখে দেশের স্বার্থে কাজ করতে চাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবো ছাড়া স্বাস্থ্য শিক্ষাসহ এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে চাই

প্রসঙ্গত, ব্যারিস্টার উম্মে ফারজানা কেন্দ্রীয় যুবলীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি ২০১০ সালে ঢাকা বারের সদস্য এবং ২০১৩ সাল থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের যৌথসভা আজ
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
‘নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিএনপির প্রতি জনগণের আগ্রহ নেই’
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh