• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে ২ পক্ষের সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৬
লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে ২ পক্ষের সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি নিয়ে সংঘর্ষে বর-কনেসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, চররুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তার সঙ্গে একই ইউনিয়নের চররুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দীন মোহাম্মদের ছেলের সঙ্গে ২ বছর পূর্বে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রী যাওয়ার কথা থাকলেও কনে পক্ষের দাবি তারা আরও বেশি অতিথি নিয়ে যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতিবেশী রাসেল, ইমন, বরের আত্মীয় রাসেল ও পারভীনসহ দুপক্ষের দশজন আহত হন। এদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কনের মামাতো ভাই হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক আবদুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। উভয়পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ ইউপিতে রোববার ভোট, প্রস্তুতি সম্পন্ন
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আটক
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
বরাদ্দের আগেই প্রতীক দিয়ে ফেসবুকে প্রচারণা, দুই প্রার্থীকে শোকজ
X
Fresh