• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কালিয়াকৈরে জৈব সার কারখানায় আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪
আগুন
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে জৈব সার কারখানায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামালপুর এলাকায় সার কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার জামালপুর এলাকায় একটি সবুজ বাংলা জৈব সার কারখানায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে ওই কারখানা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
কালিয়াকৈরে ইসতিসকার নামাজ আদায়
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh