মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লেগে সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত হয়েছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে দর্শনা পৌর এলাকার রামনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৭০) দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেলে দর্শনায় যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় রামনগর বাজারে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়ির ভবনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন