• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাক্টরে ট্রেনের ধাক্কা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫
ট্রাক্টরকে ট্রেনের ধাক্কা, চালক-হেলপারের লাফ
ছবি : সংগৃহীত

জয়পুরহাটে মাটিবাহী ট্রাক্টরে ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটির ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) পালপাড়া অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ২০ মিনিট পর ট্রেনটি ফের চলা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টা ২০ মিনিটে একটি ট্রাক্টর মাটি নিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় জয়পুরহাট রেলস্টেশনের দিক থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি আক্কেলপুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটির ইঞ্জিনের সামনের অংশ লাইনের ওপরে উঠতেই ট্রেনটি ট্রাক্টরের ইঞ্জিনে ধাক্কা দেয়।

তারা আরও জানান, ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে ২০ হাত দূরে পড়ে। আর ট্রাক্টরে থাকা চালক ও হেলপার লাফিয়ে প্রাণ বাঁচান। পরে অবশ্য সেখানে তাদের পাওয়া যায়নি। ট্রাক্টরকে ধাক্কা দিয়ে রেলগেট পার হওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ২০ মিনিট পর ট্রেনটি ছেড়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে ১১টা ১৫ মিনিটে ছেড়ে আসে। আক্কেলপুর স্টেশনে বিরতি নেয়। তবে আক্কেলপুর স্টেশন পার হতে জয়পুরহাট থেকে ১৬ মিনিট সময় লাগে। ট্রেনটি ১২টার দিকে স্টেশন পার হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
X
Fresh