• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

এক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬
ছবি : সংগৃহীত

নীলফামারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুরে রথেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

শোকজ পাওয়া শিক্ষকেরা হলেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আলমাছ সুলতান, সহকারী শিক্ষক মিস লিনা, মাহবুবার রহমান, রেজিয়া খাতুন ও সোনিয়া রিছা প্রামাণিক।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। নোটিশে দুপুর ১২টায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে সব শিক্ষককে ৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণসামগ্রী রাখার অজুহাতে দুপুরে পাঠদান বন্ধ করেন শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর শিক্ষকদের শোকজ করা হয়েছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লিখিত জবাবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজু-ঊর্মিলাকে কারণ দর্শানো নোটিশ
প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে শোকজ
আসাদুজ্জামান নূরসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা
১২৫৭ কোটি টাকা ঋণ নিয়ে কানাডায় গ্রাহক, ব্যাংক কর্তৃপক্ষকে শোকজ