• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা প্রতিহত করল কোস্টগার্ড

আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫
শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা প্রতিহত করল কোস্টগার্ড
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাকে প্রতিহত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নাফনদীর বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গাবোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ।

তিনি বলেন, রোববার নিয়মিত টহল চলাকালীন সময়ে নৌকাবোঝাই শতাধিক রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়। পরে নৌকাগুলো মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আর কোনও রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্তে ও নাফনদীতে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
X
Fresh