• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১
অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সুভাস (৩৩) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুভাসের বাড়ি শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত-১-এর বিচারক মোহাম্মদ আদীব আলী রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ২৭ মার্চ রাতে রাতে শিবগঞ্জ উপজেলার কনসাট ইউপির নয়ন ফিলিং স্টেশন সংলগ্ন একটি আম বাগান থেকে সুভাসকে আটক করে র‍্যাব। তার দেহ তল্লাশি করে দুটি কালো রঙের লোহার তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। এ ঘটনায় ২৮ মার্চ ২০২২ সকালে শিবগঞ্জ থানায় মামলা করেন র‍্যাবের উপপরিদর্শক কামরুল ইসলাম। তদন্ত শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সুভাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
X
Fresh