• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

খাকি পোশাক পরা মরদেহ ভেসে এলো বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭
খাকি পোশাক পরা মরদেহ ভেসে এলো বাংলাদেশে
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাতপরিচয়ের এক মরদেহ বাংলাদেশ সীমান্তে ভেসে এসেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

মরদেহের মাথায় জলপাই রংয়ের হেলমেট ও খাকি পোশাক পরা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

তাদের ধারণা, মিয়ানমার বাহিনীর কোনও সদস্যের মরদেহ এটি।

স্থানীয়রা জানান, মরদেহের মুখে কালি রয়েছে। মাথায় হেলমেট ও শরীরে খাকি পোশাক পরা। এটা মিয়ানমারের বিজিপি অথবা দেশটির বিদ্রোহী গোষ্ঠীর কোনও সদস্যের মরদেহও হতে পারে এটি। মরদেহটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে ভেসে এসেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
সুন্দরব‌নে খা‌লে ভাস‌ছিল বা‌ঘের মরদেহ
ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের লড়াকু পুঁজি
ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh