• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোন উপজেলায় কবে ভোট, যা জানাল ইসি

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭
ফাইল ছবি

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রোববার (১১ ফেব্রুয়ারি) ধাপ অনুসারে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ওই দিন জানা যাবে কোন উপজেলার ভোট কবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার জেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের প্রত্যাশা উপজেলা পরিষদ নির্বাচন সকলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদের চেয়ে প্রতিযোগিতামূলক হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা পরিবর্তনের প্রশ্নে সচিব জানান, ২০০৮ সালের বিধিকে ২০২৪ সালের যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে, আইন মন্ত্রণালয়ের সম্মতি পেলে পরিবর্তন হতে পারে। এর মূল লক্ষ্য হলো, অযোগ্যরা ভোটে দাড়িয়ে নির্বাচন ব্যবস্থাকে যেন জটিল করতে না পারে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
দ্বিতীয় ধাপে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
X
Fresh