• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে চট্টগ্রামে ৪ জনকে ন্যাড়া

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬
ন্যাড়া
সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে চার জনকে ন্যাড়া করার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার পুঁইছড়ি নাপোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এই চার জন হচ্ছেন- শেখেরখীল ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. শাকিল, নুরুল আলমের ছেলে মো. রাকীব উদ্দিন, সাদেক আলীর ছেলে মো. এখলাছ ও মো. মুজিবুর রহমান।

স্থানীয়রা জানান, পুঁইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চোরের উপদ্রব চলছিল। বিদ্যুৎ খুঁটির ট্রান্সফরমার ও চার্জার রিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। চুরি রুখতে ব্যাটারি রিকশা মালিকরা গ্যারেজে পাহারা বসান।

গত রাতে ব্যাটারি চুরির অভিযোগে চার জনকে ধরে পাহারাদাররা। এসময় গ্যারেজ মালিক-শ্রমিকরা মিলে তাদের পিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী বলেন, চুরির ঘটনায় জড়িত যুবকরা শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা। রাতের অন্ধকারে তাদের আটক করা হয়। বিষয়টি সকালে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

তবে বিষয়টি এড়িয়ে গিয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িতে চুরির ঘটনায় কেউ পুলিশকে অবহিত করেনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোর সন্দেহে ৯ তলা থেকে ফেলে রিকশাচালককে হত্যা, কারাগারে ১
চোর সন্দেহে মারধরের পর ছাদ থেকে ধাক্কা, অতঃপর...
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
X
Fresh