• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০
শীত
ফাইল ছবি

কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে তাপমাত্রা কমে গেলেও সকালে উঁকি দিয়েছে সূর্য।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। তবে আগামীতে বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে।

এদিকে জেলায় হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বোরো রোপণের ভরা মৌসুম চলায় তাপমাত্রা কমে গেলেও মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।

কৃষক ছবরুল মিয়া বলেন, বোরো রোপণ করছি। কয়েকদিনের চেয়ে বৃহস্পতিবার একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের রিকশাচালক আসলাম বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে শীত একটু বেশি। ঠান্ডার মধ্যে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু তারপরও কিছু করার নেই। রিকশা না চালালে খাবো কী? রুড-বৃষ্টি, শীত সবকিছুর মধ্যেই আমাদের প্রতিদিন কাজ করতে হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে যে ৬ জেলায়
৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখীর রেকর্ড
X
Fresh