• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮
ছবি : সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়।

সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের কাছে তারকাটা দিয়ে চিনি চোরাচালানে কাজ করছিল শতাধিক শ্রমিক। এসময় বিএসএফ তাদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও ২৩ জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে।

আটকের তথ্য নিশ্চিত করেছেন বিজিবির (৪ বিজিবি) ফেনী ব্যাটালিয়ন অধিনায়নক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। বিকেলে এ ব্যাপারে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। ২৩ জন বাংলাদেশিকে আটকের কথা বিএসএফ বিজিবিকে জানিয়েছে। আটককৃতদের পরিবারের স্বজনদের তথ্য দিতে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তাদের ছাড়িয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ এপ্রিল)
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে মাসফিয়ার ইতিহাস
X
Fresh