• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ভুট্টাখেতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৃষক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৪
পুলিশ
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে এক গৃহবধূকে (৩৬) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শাহ আলম (৪৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। শাহ আলম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাহদহ গ্রামের আব্দুল গনির ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলমের প্রতিবেশী ওই গৃহবধূর স্বামী নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে গাড়িচালক হিসেবে চাকরি করেন। সেই সুবাদে স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে তিনি কর্মস্থলে অবস্থান করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওই গৃহবধূকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দেন কৃষক শাহ আলম। কিন্তু ওই কুপ্রস্তাবে রাজি হয়নি গৃহবধূ। এতে গৃহবধূর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন শাহ আলম। এ অবস্থায় গত শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ মাঠের ভেতর একটি ভুট্টাখেতের আইলে নিজের ছাগল চরাতে যান। একই মাঠে আগে থেকে কৃষিকাজ করতে থাকেন শাহ আলম। এ সময় গৃহবধূকে ফাঁকা মাঠের ভেতর একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায় শাহ আলম। তখন গৃহবধূর চিৎকারে লোকজন ঘটনাস্থলে পৌঁছালে শাহ আলম কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে কৃষক শাহ আলমের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
‘রাজধানীর ১০ থানায় কিশোর গ্যাং বেশি’
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
X
Fresh