• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের হেলিকপ্টার থেকে গুলি, বাংলাদেশি আহত

আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩
ছবি : সংগৃহীত

মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নজরুল ইসলাম টিটু নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সীমান্ত এলাকায় মিয়ানমার সামরিক বাহিনীকে হেলিকপ্টারে একাধিকবার চক্কর দিতে দেখা যায়। তারা সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টার থেকে হামলা চালায়। এ সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে টিটু গুলিবিদ্ধ হয়েছেন।

এ বিষয়ে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, নিজ ঘরের সামনে অবস্থানকালে তুমব্রু পশ্চিমকুল এলাকার টিটু গুলিবিদ্ধ হয়েছেন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় বাড়ি ফেরার পথে প্রবীর ধরসহ (৫৮) স্থানীয় তিন বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির সময় একটি মর্টারশেল সীমান্ত অতিক্রম ওই এলাকার একটি বাড়িতে এসে পড়ে। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মিয়ানমারের ৯৫ জন বিজিপি সদস্য বিজিবির ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
X
Fresh