• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৪, ২০:২৫
শামছুল আরেফিন

ফেনীর সোনাগাজীতে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় শামছুল আরেফিন নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রাম থেকে সোনাগাজী মডেল থানার পুলিশ শামছুল আরেফিনকে গ্রেপ্তার করে। তিনি চরখোয়াজ গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।

তিনি সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, শামছুল আরেফিনের দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৩ সালের ২১ নভেম্বর আরেফিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীর মাথায় পিস্তল তাক, আদালতে ডিবি পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
রড দিয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যা, দম্পতির যাবজ্জীবন
নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১১ জুন
হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh