• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া নারীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:০৬
শ্রীপুর থানা

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া সুরবালা রাণী দাস নামের পঞ্চাশোর্ধ এক নারী ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

সুরবালার স্বজন পুস্কর দাস বলেন, গত ১৭ জানুয়ারি সকালের বাড়ির পাশেই খড়ে আগুন জ্বালিয়ে পোহাচ্ছিলেন তিনি। অসাবধানতাবশত তার গায়ের কাপড়ে আগুন লেগে যায়। এতে শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায় সুরবালার। পরে তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh