• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরের একটি বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকান 

আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১১
মাদারীপুরের একটি বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকান 
ছবি : সংগৃহীত

মাদারীপুরে ছিলারচর নামে একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাজারের সাতটি দোকান পুড়ে গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর বাজারে এ ঘটনা ঘটেছে।

এদিকে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর বাজারে ভোরে লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মুরগি, ওষুধ, মুদিসহ সাতটি দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বাজারের লতিফ বেপারী নামের এক ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মুরগির দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। আমি পথে বসে গেছি।

ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়েবাড়িতে কাজীর সহকারীকে থাপ্পড় বিএনপি নেতার, অতঃপর...  
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২৯ দোকান
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকসহ ২ জনের মৃত্যু
X
Fresh