• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ভিসির আশ্বাসে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৪
ছবি : আরটিভি

দাবি পূরণে ভিসির আশ্বাসের প্রেক্ষিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে ১৪টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেখ রাসেল হল, মান্নান হল এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। রাতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ভিসি প্রফেসর ডক্টর ফরহাদ হোসেনের সঙ্গে আলোচনা হয়। সেখানে আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের দেওয়া হলে রাত ৩ টার দিকে তালা খুলে দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে প্রথমে শেখ রাসেল হল, সন্ধ্যায় বঙ্গবন্ধু হল এবং রাত সাড়ে আটটায় মান্নন হলে তালা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তারা প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দেয়।

এ সময় শিক্ষার্থীরা আবাসিক হলে খাদ্য, নিরাপদ পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাসহ ১৪ দফা দাবি জানান।

এদিকে দাবি আদায়ের লক্ষ্যে তিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়ে ভিসির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হলে ৪০০, শেখ রাসেল হলে ৫৫০ এবং মান্নান হলে ৫০০ জন শিক্ষার্থী রয়েছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলে বৃষ্টির জন্য হাজারও মানুষের নামাজ আদায়
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
X
Fresh