• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় মাছের বাজারে প্রাইভেটকার, নিহতের সংখ্যা বেড়ে ৩

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৫১
গাইবান্ধায় মাছের বাজারে প্রাইভেটকার, নিহতের সংখ্যা বেড়ে ৩
ছবি : আরটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের চাপায় আহত আজিজুর রহমান (৭৮) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনায় এ নিয়ে প্রাণ হারালেন ৩ জন। এ ছাড়া আহত রয়েছেন আরও ৫ জন।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজিজুর রহমান চাঁদপুর সিংড়া গ্রামের মৃত এনায়েত মিয়ার ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর মাছের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে নিহত ২ জন হলেন- উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মাছ ব্যবসায়ী নরেন চন্দ্র দাসের পুত্র হরেন চন্দ্র দাস (৫৫), একই গ্রামের মহেন্দ্র দাসের পুত্র প্রতাপ চন্দ্র দাস (৩৫)।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ্র দাস মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশে খবর দেয়। তবে ড্রাইভার পালিয়ে যায়।

আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ্।

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কয়েকজনের অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান নামের একজনের আজ মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সিনেট সদস্য গাইবান্ধার মাহমুদ রিপন
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত ৩৪
হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, নিহত ২
X
Fresh