• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮
ছবি : আরটিভি

একদিন বিরতির পর মেহেরপুরে আজ আবারও মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল তাপমাত্রার পারদ কিছুটা ওপরে উঠলেও গেল মধ্য রাত থেকে আবার শৈতপ্রবাহ শুরু হয়। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে শৈতপ্রবাহের কবলে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী আর কর্মীজীবী মানুষের কষ্টের যেন সীমা নেই। সকাল ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। প্রতিদিনের আয়ে ভাটা পড়েছে তাদের। ফলে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনপাত করতে হচ্ছে।

এদিকে প্রচণ্ড ঠান্ডার কারণে কোল্ড ইঞ্জুরি ও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে মাঠ ফসলে। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেও সমাধান মিলছে না বলে অভিযোগ কৃষকদের।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, কমেছে শ্রমজীবীদের আয়
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, দুশ্চিন্তায় বোরো ধান চাষিরা
X
Fresh