• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বাবা-মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে কারাগারে

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৩
ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণ-পোষণের খরচ না দেওয়ায় হাবিব শেখ নামে (২৫) এক যুবককে জেলে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে হাজির করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাকে কারাগারে পাঠান।

এর আগে বৃদ্ধ বাবা-মা নিরুপায় হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাবিব শেখ তার বৃদ্ধ বাবা-মায়ের ভরণ-পোষণের খরচ না দিয়ে উল্টো উগ্র আচরণ করতো। কথায় কথায় সে ঘরের জিনিসপত্রও ভেঙে ফেলতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় মামালা করেন। পরে বৃহস্পতিবার হাবিব শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

তোফাজ্জল হোসেন বলেন, আমার একমাত্র ছেলে। আশা ছিল বড় হয়ে আমাদের দেখাশোনা করবে। মাঝে সে ভালোই ছিল। কিন্তু হঠাৎ আমাদের নির্যাতন শুরু করে। তাই কোনো উপায় না পেয়ে থানায় জানাই। ঘটনা শুনেই ব্যবস্থা নেয় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মদ গণমাধ্যমকে বলেন, বাবা-মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে হাবিব শেখকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
X
Fresh