• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৪, ২২:০৩
ছবি : আরটিভি

চাঁদপুর শহরের ভোক্তা অধিকার লঙ্ঘন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা এবং বিক্রির দায়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চাঁদপুর শহরের জোর পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে মালঞ্চ স্টোরকে ১৫ হাজার টাকা এবং সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের পালবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি, প্রদর্শন ও সংরক্ষণের দায়ে মানিকের জিলাপির দোকানকে ১০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ১০ হাজার টাকা, ঘোষের দোকানকে ১০ হাজার টাকা, মা সুইটসকে ১০ হাজার টাকা, বাসুদেব ঘোষকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় 
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh