• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে হারোনো মোবাইল ফোন উদ্ধারের পর হস্তান্তর

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৪, ০১:২৩
নড়াইলে হারোনো মোবাইল ফোন হস্তান্তর
ছবি : আরটিভি

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইলে জেলার ৪টি থানায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।বুধবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্ষ্যলয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০টি স্মার্ট ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে মুখ্য ভুমিকা পালন করেন নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে (সিসিআইসি) কর্মরত এসআই আলী হোসেন ও এসআই ফিরোজ আহমেদ।

মোবাইল হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তারেক আলম মেহেদী, নড়াইল গোয়েন্দা শাখা অফিসার ইনচাজ মো. ছাব্বিরুল আলম, সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মো. শাহ্ দারা খান।

হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।

জানা যায়, ভুক্তভভোগীরা সবাই তাদের মোবাইল ফোন হারানোর পর নিকটস্থ থানায় জিডি করেন। পরে নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) টিমের সাথে যোগাযোগ করেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
ফেসবুক পেজ হ্যাক, উদ্ধারের পর যা জানালেন হানিফ সংকেত
X
Fresh