• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল যুবকের 

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৪, ২১:২৭
ছবি : সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদিুকর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রানা নগরীর ফেরিঘাট এলাকার বিহারী কলোনির শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বেরিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রানা, পলাশ ও নিলয় চা পান করছিলেন। এ সময় রানা মোবাইলে কাউকে গালিগালাজ করেন। কিছু সময় পর হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন দুর্বৃত্তরা। গুলি রানার গলায় এবং বাম বুকে লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। আহতাবস্থায় পলাশ তার শেরে বাংলা রোডের বাড়িতে চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রাশিদা বেগম গণমাধ্যমকে বলেন, কারা এবং কেনো গুলি চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত পলাশ শেরে বাংলা রোডের শেখ মোতালেবের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
X
Fresh