• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

রজনীগন্ধা ফেরিডুবি : ৫ দিন পর ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯
ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২২ জানুয়ারি) দুর্ঘটনার পাঁচদিন পর ঘটনাস্থলের ছয় কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ সময় যাত্রীবাহী কোনো বাস না থাকলেও ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরিটি। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ ছিলেন রজনীগন্ধা ফেরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর।


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
কলেরার প্রাদুর্ভাবে দ্বীপ ছেড়ে যাত্রা, ফেরিডুবিতে নিহত বেড়ে শতাধিক
ফেরিডুবি : রজনীগন্ধা ফেরির দ্বিতীয় মাস্টার বরখাস্ত 
অবশেষে তীরে ফিরল ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’
X
Fresh